Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 26:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

7 ইহারা রূবেণীয় গোষ্ঠী; ইহাদের মধ্যে গণিত লোক তেতাল্লিশ সহস্র সাত শত ত্রিশ জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 এরা রূবেণীয় গোষ্ঠী; এদের মধ্যে গণনা-করা লোক তেতাল্লিশ হাজার সাত শত ত্রিশ জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 এরা সবাই রূবেণের গোষ্ঠী; এদের গণিত সংখ্যা ছিল 43,730।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 এরা রূবেণের বংশধর। এদের মধ্যে গণিত লোকের সংখ্যা ছিল তেতাল্লিশ হাজার সাতশো ত্রিশ জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 ইহারা রূবেণীয় গোষ্ঠী; ইহাদের মধ্যে গণিত লোক তেতাল্লিশ সহস্র সাত শত ত্রিশ জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 ঐ পরিবারগুলো ছিল রূবেণের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেখানে মোট 43,730 জন পুরুষ ছিল।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 26:7
7 ক্রস রেফারেন্স  

আর পেরসের এই সকল সন্তান; হিষ্রোণ হইতে হিষ্রোণীয় গোষ্ঠী; হামূল হইতে হামূলীয় গোষ্ঠী।


মহামারীর পরে সদাপ্রভু মোশিকে ও হারোণের পুত্র ইলিয়াসর যাজককে কহিলেন,


তাহার সৈন্য, তাহার গণিত লোক ছেচল্লিশ সহস্র পাঁচশত জন।


রূবেণ বংশের গণিত লোক ছেচল্লিশ সহস্র পাঁচ শত।


রূবেণের পুত্র হনোক, পল্‌লু, হিষ্রোণ ও কর্মি।


হিষ্রোণ হইতে হিষ্রোণীয় গোষ্ঠী; কর্মি হইতে কর্মীয় গোষ্ঠী।


আর পল্লুর সন্তান ইলীয়াব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন