গণনা পুস্তক 26:61 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)61 কিন্তু সদাপ্রভুর সম্মুখে ইতর অগ্নি নিবেদন করাতে নাদব ও অবীহূ মারা পড়ে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস61 কিন্তু মাবুদের সম্মুখে নাপাক আগুন নিবেদন করাতে নাদব ও অবীহূ মারা পড়েছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ61 কিন্তু নাদব ও অবীহূ অশুচি আগুনের মাধ্যমে সদাপ্রভুর উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করায় মারা পড়েছিল।) অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)61 প্রভু পরমেশ্বর সাক্ষাতে অবৈধ অগ্নি নিবেদন করায় নাদব ও অবিহুর মৃত্যু হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)61 কিন্তু সদাপ্রভুর সম্মুখে ইতর অগ্নি নিবেদন করাতে নাদব ও অবীহূ মারা পড়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল61 কিন্তু নাদব এবং অবীহূ মারা গিয়েছিলেন কারণ তাঁরা প্রভুকে যে ধরণের আগুন দিয়ে নৈবেদ্য প্রদান করেছিলেন তা করা বারণ ছিল। অধ্যায় দেখুন |