গণনা পুস্তক 26:59 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)59 অম্রামের স্ত্রীর নাম যোকেবদ, তিনি লেবির কন্যা, মিসরে লেবির ঔরসে তাঁহার জন্ম হয়। তিনি অম্রামের জন্য হারোণ, মোশি ও তাঁহাদের ভগিনী মরিয়মকে প্রসব করিয়াছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস59 ঐ কহাতের পুত্র অম্রাম। ইমরানের স্ত্রীর নাম ইউখাবেজ, তিনি লেবির কন্যা, মিসরে লেবির ঔরসে তাঁর জন্ম হয়। তিনি ইমরানের জন্য হারুন, মূসা ও তাঁদের বোন মরিয়মকে প্রসব করেছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ59 অম্রামের স্ত্রীর নাম যোকেবদ। ইনি লেবির বংশ। মিশরে ও লেবি গোষ্ঠীতে তাঁর জন্ম হয়েছিল। অম্রামের জন্য তিনি হারোণ, মোশি ও তাঁদের দিদি মরিয়মকে জন্ম দিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)59 কোহাৎ-এর পুত্র অম্রম। অম্রমের স্ত্রীর নাম যোকেবদ, ইনি ছিলেন লেবির কন্যা। লেবির বংশে মিশরে এঁর জন্ম হয়। এঁর গর্ভে অম্রামের সন্তান হারোণ, মোশি ও তাঁদের বোন মিরিয়মের জন্ম হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)59 ঐ কহাতের পুত্র অম্রাম। অম্রামের স্ত্রীর নাম যোকেবদ, তিনি লেবির কন্যা, মিসরে লেবির ঔরসে তাঁহার জন্ম হয়। তিনি অম্রামের জন্য হারোণ, মোশি ও তাঁহাদের ভগিনী মরিয়মকে প্রসব করিয়াছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল59 অম্রামের স্ত্রীর নাম ছিল যোকেবদ। তিনি নিজেও ছিলেন লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাঁর জন্ম হয়েছিল মিশরে। অম্রাম এবং যোকেবদের দুই পুত্র ছিল হারোণ এবং মোশি। তাদের মরিয়ম নামে একটি কন্যাও ছিল। অধ্যায় দেখুন |