গণনা পুস্তক 26:57 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)57 আপন আপন গোষ্ঠী অনুসারে লেবীয়দের মধ্যে এই সকল লোক গণিত হইল; গের্শোন হইতে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ হইতে কহাতীয় গোষ্ঠী, মরারি হইতে মরারীয় গোষ্ঠী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস57 নিজ নিজ গোষ্ঠী অনুসারে লেবীয়দের মধ্যে এসব লোককে গণনা করা হল; গের্শোন থেকে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ থেকে কহাতীয় গোষ্ঠী, মরারি থেকে মরারীয় গোষ্ঠী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ57 এই লেবীয়েরাও তাদের গোষ্ঠী অনুযায়ী গণিত হল: গের্শোন থেকে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ থেকে কহাতীয় গোষ্ঠী, মরারি থেকে মরারীয় গোষ্ঠী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)57 লেবি-বংশের বিভিন্ন গোষ্ঠীর এই সমস্ত লোক গণনাভুক্ত হয়েছিল: গেরশোনের পরিবারভুক্ত গেরশোন গোষ্ঠী, কোহাৎ-এর পরিবারভুক্ত কহাৎ গোষ্ঠী, মরারির পরিবারভুক্ত মরারি গোষ্ঠী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)57 আপন আপন গোষ্ঠী অনুসারে লেবীয়দের মধ্যে এই সকল লোক গণিত হইল; গের্শোণ হইতে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ হইতে কহাতীয় গোষ্ঠী, মরারি হইতে মরারীয় গোষ্ঠী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল57 তারা লেবীয় গোষ্ঠীকেও গণনা করেছিল। লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি হল: গের্শোন হতে গের্শোনীয় পরিবার। কহাৎ হতে কহাতীয় পরিবার। মরারি হতে মরারীয় পরিবার। অধ্যায় দেখুন |