গণনা পুস্তক 26:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 আপন আপন গোষ্ঠী অনুসারে যোষেফের পুত্র মনঃশি ও ইফ্রয়িম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 নিজ নিজ গোষ্ঠী অনুসারে ইউসুফের পুত্র মানশা ও আফরাহীম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 গোষ্ঠী অনুযায়ী, মনঃশি ও ইফ্রয়িমের মাধ্যমে, যোষেফের বংশধরেরা হল: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28-29 যোষেফের পু্ত্র মনঃশি ও ইফ্রয়িম এবং তাদের পরিবার: মনঃশির সন্তানবৃন্দ মাখিরের পরিবারভুক্ত মাখির গোষ্ঠী। মাখিরের পুত্র গিলিয়দ, গিলিয়দের পরিবারভুক্ত গিলিয়দ গোষ্ঠী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 আপন আপন গোষ্ঠী অনুসারে যোষেফের পুত্র মনঃশি ও ইফ্রয়িম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 যোষেফের দুই পুত্র ছিল মনঃশি এবং ইফ্রয়িম। প্রত্যেক পুত্রই তাদের নিজেদের পরিবারদের নিয়ে একটি গোষ্ঠী হয়ে উঠেছিলেন। অধ্যায় দেখুন |