Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 26:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

21 আর পেরসের এই সকল সন্তান; হিষ্রোণ হইতে হিষ্রোণীয় গোষ্ঠী; হামূল হইতে হামূলীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 আর পেরসের এসব সন্তান; হিষ্রোণ থেকে হিষ্রোণীয় গোষ্ঠী; হামূল থেকে হামূলীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 পেরসের বংশধরেরা হল: হিষ্রোণ থেকে হিষ্রোণীয় গোষ্ঠী, হামূল থেকে হামূলীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 পেরেস-এর সন্তানঃ হিষরোণের পরিবারভুক্ত হিষরোণ গোষ্ঠী, হামুয়েল পরিবারভুক্ত হামুল গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 আর পেরসের এই সকল সন্তান; হিষ্রোণ হইতে হিষ্রোণীয় গোষ্ঠী; হামূল হইতে হামূলীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 এই পরিবারগুলো হল পেরসের বংশধর: হিষ্রোণ হতে হিষ্রোণীয় পরিবার। হামুল হতে হামুলীয় পরিবার।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 26:21
7 ক্রস রেফারেন্স  

যিহূদার পুত্র পেরস ও সেরহ, তামরের গর্ভজাত; পেরসের পুত্র হিষ্রোণ; হিষ্রোণের পুত্র রাম;


হিষ্রোণ হইতে হিষ্রোণীয় গোষ্ঠী; কর্মি হইতে কর্মীয় গোষ্ঠী।


আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদার সন্তানগণ; শেলা হইতে শেলায়ীয় গোষ্ঠী; পেরস হইতে পেরসীয় গোষ্ঠী; সেরহ হইতে সেরহীয় গোষ্ঠী।


যিহূদার এই সকল গোষ্ঠী গণিত হইলে ছিয়াত্তর সহস্র পাঁচ শত লোক হইল।


যিহূদার পুত্র এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। কিন্তু এর ও ওনন কনান দেশে মরিয়াছিল; এবং পেরসের পুত্র হিষ্রোণ ও হামূল।


ইহারা রূবেণীয় গোষ্ঠী; ইহাদের মধ্যে গণিত লোক তেতাল্লিশ সহস্র সাত শত ত্রিশ জন।


পেরসের সন্তান- হিষ্রোণ ও হামূল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন