গণনা পুস্তক 25:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 তখন মোশি ইস্রায়েলের বিচারকর্তৃগণকে কহিলেন, তোমরা প্রত্যেকে বাল-পিয়োরের প্রতি আসক্ত আপন আপন লোকদিগকে বধ কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তখন মূসা ইসরাইলের বিচারকর্তাদেরকে বললেন, তোমরা প্রত্যেকে বাল-পিয়োরের প্রতি আসক্ত নিজ নিজ লোকদেরকে হত্যা কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 তাই মোশি ইস্রায়েলের বিচারকদের বললেন, “তোমরা প্রত্যেকে পিয়োরের বায়াল-প্রতিমার উপাসনাকারী স্বজনদের অবশ্যই বধ করবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 মোশি তখন ইসরায়েলীদের বিচারক মণ্ডলীকে বললেন, তোমারা প্রত্যেকে তোমাদের লোকজনের মধ্যে যারা পিয়োরের বেলদেবের প্রতি আসক্ত হয়েছে তাদের বধ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তখন মোশি ইস্রায়েলের বিচারকর্ত্তৃগণকে কহিলেন, তোমরা প্রত্যেকে বাল্-পিয়োরের প্রতি আসক্ত আপন আপন লোকদিগকে বধ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 সেই কারণে মোশি ইস্রায়েলের বিচারকদের বললেন, “তোমরা প্রত্যেকে তোমাদের পরিবারগোষ্ঠী থেকে সেই লোকগুলিকে খুঁজে হত্যা করো যারা পিয়োরের বালের মূর্ত্তি পূজা করেছে।” অধ্যায় দেখুন |