গণনা পুস্তক 25:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 আর ইস্রায়েল বাল্-পিয়োর [দেবের] প্রতি আসক্ত হইতে লাগিল; অতএব ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আর ইসরাইল বাল্-পিয়োর (দেবতার) প্রতি আসক্ত হতে লাগল; অতএব ইসরাইলের বিরুদ্ধে মাবুদের ক্রোধ প্রজ্বলিত হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 এইভাবে ইস্রায়েল, পিয়োরের বায়ালের উপাসনায় যোগ দিল। তখন তাদের বিপক্ষে সদাপ্রভুর ক্রোধ বহ্নিমান হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 ক্রমে ইসরায়েলীরা পিয়োরের বেলদেবের ভক্ত হয়ে উঠল এবং তার ফলে প্রভু পরমেশ্বর তাদের প্রতি রুষ্ট হলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আর ইস্রায়েল বাল্-পিয়োর [দেবের] প্রতি আসক্ত হইতে লাগিল; অতএব ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল। অধ্যায় দেখুন |