Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 24:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

21 পরে সে কেনীয়দের প্রতি দৃষ্টিপাত করিল, এবং আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, তোমার নিবাস অতি দৃঢ় তোমার বাসা শৈলে স্থাপিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 পরে সে কেনীয়দের প্রতি দৃষ্টিপাত করলো এবং তার দৈববাণী গ্রহণ করে বললো, তোমার নিবাস অতি দৃঢ় তোমার বাসস্থান শৈলে স্থাপিত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 তারপর সে কেনীয়দের প্রতি দৃষ্টিপাত করে তার প্রত্যাদেশ ব্যক্ত করল, “তোমার নিবাসস্থল সুরক্ষিত, তোমার নীড় শৈলের মধ্যে স্থাপিত,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 তারপর তিনি কেনীয়দের দিকে তাকিয়ে বললেনঃ সুরক্ষিত তোমার আবাস, শৈল শিখরে স্থাপিত তোমার নীড়

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 পরে সে কেনীয়দের প্রতি দৃষ্টি করিল এবং আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, তোমার নিবাস অতি দৃঢ়, তোমার বাসা শৈলে স্থাপিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 এরপর বিলিয়ম কেনীয় লোকদের দেখে এই কথাগুলো বললেন: “তোমরা বিশ্বাস করো যে পর্বতের ওপরের পাখীর বাসার মতোই তোমাদের দেশটিও নিরাপদ।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 24:21
4 ক্রস রেফারেন্স  

কেনীয়, কনিষীয়, কদমোনীয়,


তখন কহিতাম, আমি নিজ গৃহমধ্যে মরিব; আমার দিন বালুকার ন্যায় বহুসংখ্যক হইবে।


পরে মোশির সম্বন্ধী কেনীয়ের সন্তানগণ যিহূদার সন্তানগণের সহিত খর্জুরপুর হইতে অরাদের দক্ষিণদিক্‌স্থিত যিহূদা প্রান্তরে উঠিয়া গেল; তাহারা গিয়া লোকদের মধ্যে বসতি করিল।


আর শৌল কেনীয়দিগকে কহিলেন, যাও, স্থানান্তরে যাও, অমালেকীয়দের মধ্য হইতে প্রস্থান কর, পাছে আমি তাহাদের সহিত তোমাদিগকেও বিনষ্ট করি; যখন মিসর হইতে সমস্ত ইস্রায়েল-সন্তান বাহির হইয়া আসিয়াছিল, তখন তোমরা তাহাদের প্রতি দয়া করিয়াছিলে। অতএব কেনীয়গণ অমালেকের মধ্য হইতে প্রস্থান করিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন