গণনা পুস্তক 23:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 পরে সদাপ্রভু বিলিয়মের কাছে দেখা দিয়া তাহার মুখে এক বাক্য দিলেন, এবং কহিলেন, তুমি বালাকের নিকটে ফিরিয়া গিয়া এইরূপ কথা বল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 পরে মাবুদ বালামের কাছে দেখা দিয়ে তার মুখে একটি কালাম দিলেন এবং বললেন, তুমি বালাকের কাছে ফিরে গিয়ে এরকম কথা বল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 সদাপ্রভু বিলিয়মের সঙ্গে দেখা করে তার মুখে বাণী দিলেন এবং বললেন, “বালাকের কাছে ফিরে যাও ও এই বার্তা তাকে দাও।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 প্রভু পরমেশ্বর বিলিয়মকে দর্শন দিয়ে তাঁর মুখে বাণী দিলেন এবং তাঁকে বললেন, বালাকের কাছে ফিরে গিয়ে তুমি এই কথা বল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 পরে সদাপ্রভু বিলিয়মের কাছে দেখা দিয়া তাহার মুখে এক বাক্য দিলেন, এবং কহিলেন, তুমি বালাকের নিকটে ফিরিয়া গিয়া এইরূপ কথা বল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 সুতরাং ঈশ্বর বিলিয়মের কাছে এলেন এবং কি বলতে হবে তা বিলিয়মকে বলে দিলেন। এরপর প্রভু বিলিয়মকে বালাকের কাছে ফিরে গিয়ে সেই কথাগুলো বলতে বললেন। অধ্যায় দেখুন |