গণনা পুস্তক 22:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 পরে তাহার গমনে ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হইল, এবং সদাপ্রভুর দূত তাহার বিপক্ষরূপে পথের মধ্যে দাঁড়াইলেন। সে আপন গর্দভীতে চড়িয়া যাইতেছিল, এবং তাহার দুই দাস তাহার সঙ্গে ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 পরে তার গমনে আল্লাহ্র ক্রোধ প্রজ্বলিত হল এবং মাবুদের ফেরেশতা তার পথ অবরোধ করে পথের মধ্যে দাঁড়ালেন। সে তার গাধীতে চড়ে যাচ্ছিল এবং তার দুই জন গোলাম তার সঙ্গে ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 কিন্তু সে যখন গেল, ঈশ্বর ভয়ানক রুষ্ট হলেন, সদাপ্রভুর দূত তার বিরোধিতা করার উদ্দেশে পথের মধ্যে দাঁড়ালেন। বিলিয়ম তার গর্দভীতে আরোহণ করেছিল এবং তার দুই ভৃত্য তার সঙ্গে ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 কিন্তু এইভাবে যাওয়ার জন্য তাঁর বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হল। বিলিয়ম যখন তাঁর দুইজন দাসকে সঙ্গে নিয়ে গাধায় চড়ে যাচ্ছিলেন তখন প্রভু পরমেশ্বরের দূত তাঁর পথ অবরোধ করে দাঁড়ালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 পরে তাহার গমনে ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হইল, এবং সদাপ্রভুর দূত তাহার বিপক্ষরূপে পথের মধ্যে দাঁড়াইলেন। সে আপন গর্দ্দভীতে চড়িয়া যাইতেছিল, এবং তাহার দুই দাস তাহার সঙ্গে ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 বিলিয়ম তাঁর গাধায় চড়েই যাচ্ছিলেন। তাঁর সঙ্গে তাঁর দুজন ভৃত্য ছিল। কিন্তু বিলিয়মের গমনে ঈশ্বর ক্ষুব্ধ হলেন। তাই বিলিয়মের সামনে রাস্তার ওপরে প্রভুর দূত দাঁড়ালেন, যেন বিলিয়মের যাওয়া বন্ধ করা যায়। অধ্যায় দেখুন |