গণনা পুস্তক 22:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 এখন বিনয় করি, তোমরাও এই স্থানে রাত্রি যাপন কর, সদাপ্রভু আমাকে আবার যাহা বলিবেন তাহা আমি জানিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 এখন আরজ করি, তোমরাও এই স্থানে রাত্রি যাপন কর, মাবুদ আমাকে আবার যা বলবেন তা আমি জেনে নেবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 এখন অন্য দলের মতো আপনারাও আজ রাতে এখানে থাকুন যেন আমি চেষ্টা করে দেখি সদাপ্রভু আমাকে আর কিছু বলেন কি না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 যাই হোক, তোমরাও আজ রাতে এখানে থাক। আমি জেনে দেখি প্রভু পরমেশ্বর আরও কি নির্দেশ দেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 এক্ষণে বিনয় করি, তোমরাও এই স্থানে রাত্রি যাপন কর, সদাপ্রভু আমাকে আবার যাহা বলিবেন, তাহা আমি জানিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 কিন্তু তোমরা অন্যান্যদের মতোই আজকের রাত্রিটা এখানে থাকতে পারো। তাহলে এই রাত্রিকালের মধ্যেই প্রভু আমাকে যা বলতে চান তা জানতে পারবো।” অধ্যায় দেখুন |