গণনা পুস্তক 22:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 তাহাতে মোয়াবের অধ্যক্ষগণ উঠিয়া বালাকের নিকটে গিয়া কহিল, আমাদের সহিত আসিতে বিলিয়ম অসম্মত হইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তাতে মোয়াবের কর্মকর্তারা উঠে বালাকের কাছে গিয়ে বললো, আমাদের সঙ্গে আসতে বালাম অসম্মত হয়েছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 অতএব মোয়াবীয় কর্মকর্তারা বালাকের কাছে ফিরে গিয়ে বললেন, “বিলিয়ম আমাদের সঙ্গে আসতে অস্বীকার করেছেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 মোয়াবের নেতৃবৃন্দ তখন বিদায় নিয়ে বালাকের কাছে ফিরে এসে বললেন, বিলিয়ম আমাদের সঙ্গে আসতে রাজী হলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তাহাতে মোয়াবের অধ্যক্ষগণ উঠিয়া বালাকের নিকটে গিয়া কহিল, আমাদের সহিত আসিতে বিলিয়ম অসম্মত হইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 সুতরাং মোয়াবের নেতারা বালাকের কাছে ফিরে গিয়ে তাকে এইসব কথা জানালেন। তাঁরা বললেন, “বিলিয়ম, আমাদের সঙ্গে আসতে অস্বীকার করেছেন।” অধ্যায় দেখুন |