Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 21:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

30 আমরা তাহাদিগকে বাণ মারিয়াছি; হিষ্‌বোন দীবোন পর্যন্ত বিনষ্ট হইয়াছে; আর আমরা নোফঃ পর্যন্ত ধ্বংস করিয়াছি, যাহা মেদবা পর্যন্ত বিস্তৃত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 আমরা তাদেরকে তীর মেরেছি; হিষ্‌বোন দীবোন পর্যন্ত বিনষ্ট হয়েছে; আর আমরা নোফঃ পর্যন্ত ধ্বংস করেছি, যা মেদবা পর্যন্ত বিস্তৃত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 “কিন্তু আমরা তাদের নিপাতিত করেছি; হিষ্‌বোন দীবোন পর্যন্ত ধ্বংস হয়েছে, আমরা নোফঃ পর্যন্ত তাদের ধ্বংস করেছি, যা মেদ্‌বা পর্যন্ত বিস্তৃত।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

30 হিষবোণ থেকে দীবোন পর্যন্ত তাদের বংশধরেরা সকলেই বিলুপ্ত, নোফা থেকে মেদবা পর্যন্ত বিস্তৃত অঞ্চল আমরা করেছি বিধ্বস্ত।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 আমরা তাহাদিগকে বাণ মারিয়াছি; হিষ্‌বোন দীবোন পর্য্যন্ত বিনষ্ট হইয়াছে; আর আমরা নোফঃ পর্য্যন্ত ধ্বংস করিয়াছি, যাহা মেদবা পর্য্যন্ত বিস্তৃত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 কিন্তু আমরা সেই ইমোরীয়দের পরাজিত করলাম। হিষ্বোন থেকে দীবোন পর্যন্ত, মেদবার কাছে নাশিম থেকে নোফঃ পর্যন্ত তাদের শহরগুলোকেও আমরা ধ্বংস করেছি।”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 21:30
13 ক্রস রেফারেন্স  

হে দীবোন-নিবাসিনি কন্যে, তুমি আপন প্রতাপ হইতে নামিয়া আইস, শুষ্ক ভূমিতে বস, কেননা মোয়াবের বিনাশক তোমার বিরুদ্ধে উঠিয়া আসিয়াছে, তোমার দৃঢ় দুর্গ সকল ভগ্ন করিয়াছে।


সে রোদন করিবার জন্য বায়িতে ও দীবনে, উচ্চস্থলীতে, গিয়াছে; নবোর উপরে ও মেদবার উপরে মোয়াব হাহাকার করিতেছে, তাহাদের সকলের মস্তক মুণ্ডন হইয়াছে, প্রতিজনের দাড়ি কাটা গিয়াছে।


হোলন, যহস, মেফাৎ, দীবোন,


হিষ্‌বোন ও সমভূমিস্থ তাহার সমস্ত নগর, দীবোন, বামোৎ-বাল ও বৈৎ-বাল্‌-মিয়োন,


আর গাদ-সন্তানগণ দীবোন, অটারোৎ, অরোয়ের


অটারোৎ, দীবোন, যাসের, নিম্রা, হিষ্‌বোন, ইলিয়ালী, সেবাম, নবো ও বিয়োন,


কারণ দীমোনের জলসমূহ রক্তময় হইল; আমি দীমোনের উপরে আরও দুঃখ, মোয়াবের পলাতকের উপরে ও দেশের অবশিষ্টাংশের উপরে সিংহ আনয়ন করিব।


তিনি আপন বাণ ছাড়িলেন, তাহাদিগকে ছিন্নভিন্ন করিলেন; বহু বজ্র ছাড়িয়া তাহাদিগকে উদ্বিগ্ন করিলেন।


তখন ধনুর্ধরেরা প্রাচীর হইতে আপনার দাসদের উপরে বাণ নিক্ষেপ করিল; তাই মহারাজের কতক দাস মারা পড়িয়াছে; আর আপনার দাস হিত্তীয় ঊরিয়ও মরিয়াছে।


ধনুর্ধরেরা তাহাকে কঠোর ক্লেশ দিয়াছিল, বাণাঘাতে তাহাকে উৎপীড়ন করিয়াছিল;


এইরূপে ইস্রায়েল ইমোরীয়দের দেশে বাস করিতে লাগিল।


আর বত্রিশ সহস্র রথ ও মাখার রাজাকে এবং তাঁহার লোকদিগকে বেতন দিয়া আনাইল; তাহারা আসিয়া মেদবার সম্মুখে শিবির স্থাপন করিল; এবং অম্মোন-সন্তানগণও আপন আপন নগর হইতে একত্র হইয়া যুদ্ধে আসিল।


অর্থাৎ অর্ণোন উপত্যকার সীমাস্থ আরোয়ের ও উপত্যকার মধ্যস্থিত নগর অবধি, এবং দীবোন পর্যন্ত মেদবার সমস্ত সমভূমি;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন