Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 21:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

18 এ অধ্যক্ষগণের খনিত কূপ, রাজদণ্ড ও আপনাদের যষ্টি দিয়া লোকদের কুলিনেরা ইহা খনন করিয়াছেন। পরে তাহারা প্রান্তর হইতে মত্তানায়,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 এটি নেতৃবর্গের খনিত কূপ, রাজদণ্ড ও নিজেদের লাঠি দিয়ে লোকদের রাজপুরুষেরা এটা খনন করেছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 রাজপুত্রদের খনিত এই কুয়োর বিষয়ে অভিজাত ব্যক্তিরা যা খনন করেছিলেন, অভিজাত ব্যক্তিদের রাজদণ্ড ও লাঠি দিয়ে।” তারপর তারা প্রান্তর থেকে মত্তানায় গেল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 খনন করেছিলেন এ কূপ রাজপুরুষেরা খনন করেছিলাম গোষ্ঠীপতিরা রাজদণ্ড ও যষ্টি দিয়ে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 এ অধ্যক্ষগণের খনিত কূপ, রাজদণ্ড ও আপনাদের যষ্টি দিয়া লোকদের কুলীনেরা ইহা খনন করিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 মহান মানুষরা কুয়োটি খুঁড়েছিলেন। গুরুত্বপূর্ণ নেতারা কুয়োটি খুঁড়েছিলেন। তাঁদের নিজেদের দণ্ড আর হাঁটার লাঠি দিয়ে কুয়োটি খুঁড়েছিলেন। কুয়োটি মরুভূমিতে একটি উপহার।”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 21:18
12 ক্রস রেফারেন্স  

কেননা সদাপ্রভু আমাদের বিচারকর্তা, সদাপ্রভু আমাদের ব্যবস্থাপক, সদাপ্রভু আমাদের রাজা, তিনিই আমাদিগকে পরিত্রাণ করিবেন।


একমাত্র ব্যবস্থাপক ও বিচারকর্তা আছেন, তিনিই পরিত্রাণ করিতে ও বিনষ্ট করিতে পারেন। কিন্তু তুমি কে যে প্রতিবাসীর বিচার কর?


কারণ ব্যবস্থা মোশি দ্বারা দত্ত হইয়াছিল, অনুগ্রহ ও সত্য যীশু খ্রীষ্ট দ্বারা উপস্থিত হইয়াছে।


মোশি আমাদিগকে ব্যবস্থা আদেশ করিলেন। তাহা যাকোবের সমাজের অধিকার।


কিন্তু তুমি আমার নিকটে এই স্থানে দাঁড়াও, তুমি উহাদিগকে যাহা যাহা শিক্ষা দিবে, আমি তোমাকে সেই সমস্ত আজ্ঞা, বিধি ও শাসন বলিয়া দিই; যেন আমি যে দেশ অধিকারার্থে উহাদিগকে দিতেছি, সেই দেশে উহারা তাহা পালন করে।


তাহাদের নিকটে তকোয়ীয়েরা মেরামত করিল, কিন্তু তাহাদের প্রধানবর্গ আপনাদের প্রভুর কর্মে ঘাড় পাতিল না।


পরে ইলীয়াশীব মহাযাজক ও তাঁহার ভ্রাতা যাজকগণ উঠিয়া মেষ-দ্বার গাঁথিলেন; তাঁহারা তাহা পবিত্র করিলেন, ও তাহার কবাট স্থাপন করিলেন; আর হম্মেয়া দুর্গ অবধি হননেলের দুর্গ পর্যন্ত তাহা পবিত্র করিলেন।


তৎকালে ইস্রায়েল এই গীত গান করিল- হে কূপ, উত্থিত হও; তোমরা ইহার উদ্দেশে গান কর;


ও মত্তানা হইতে নহলীয়েলে, ও নহলীয়েল হইতে বামোতে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন