Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 21:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

17 তৎকালে ইস্রায়েল এই গীত গান করিল- হে কূপ, উত্থিত হও; তোমরা ইহার উদ্দেশে গান কর;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 সেই সময় ইসরাইল এই গজল গাইল— হে কূপ, উচ্ছলিত হও; তোমরা এর উদ্দেশে গান কর;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 তখন ইস্রায়েলীরা এই গীত গাইল “উৎসারিত হও, হে কুয়ো, এর উদ্দেশে গাও গীত,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 ইসরায়েলীরা তখন গেয়েছিল এই গানঃ উচ্ছলিত হও হে কূপ! অভিনন্দিত করি তোমায় গানে গানে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 তৎকালে ইস্রায়েল এই গীত গান করিল, হে কূপ, উত্থিত হও; তোমরা ইহার উদ্দেশে গান কর;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 তখন ইস্রায়েলের লোকরা এই গানটি গাইল: “কুয়ো তুমি ঝর্ণা হয়ে ওঠো। তোমরা এই নিয়ে গান ধরো।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 21:17
8 ক্রস রেফারেন্স  

তোমাদের মধ্যে কেহ কি দুঃখভোগ করিতেছে? সে প্রার্থনা করুক। কেহ কি প্রফুল্ল আছে? সে গান করুক।


সদাপ্রভুর উদ্দেশে সঙ্গীত কর; কেননা তিনি মহিমার কর্ম করিয়াছেন; তাহা সমস্ত পৃথিবীর জ্ঞানগোচর হউক।


তখন তাহারা তাঁহার বাক্যে বিশ্বাস করিল, তাঁহার প্রশংসা গান করিল।


তাঁহার উদ্দেশে গীত গাও, তাঁহার প্রশংসা গান কর, তাঁহার সকল আশ্চর্য কর্ম ধ্যান কর।


সেই দিন দবোরা ও অবীনোয়মের পুত্র বারক এই গান করিলেন।


এ অধ্যক্ষগণের খনিত কূপ, রাজদণ্ড ও আপনাদের যষ্টি দিয়া লোকদের কুলিনেরা ইহা খনন করিয়াছেন। পরে তাহারা প্রান্তর হইতে মত্তানায়,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন