গণনা পুস্তক 20:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 তখন মোশি ও হারোণ সমাজের সাক্ষাৎ হইতে সমাগম-তাম্বুর দ্বারে গিয়া উবুড় হইয়া পড়িলেন; আর সদাপ্রভুর প্রতাপ তাঁহাদের দৃষ্টিগোচর হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তখন মূসা ও হারুন সমাজের সম্মুখ থেকে জমায়েত-তাঁবুর দ্বারে গিয়ে উবুড় হয়ে পড়লেন; আর মাবুদের মহিমা তাঁদের দৃষ্টিগোচর হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 মোশি ও হারোণ, মণ্ডলী থেকে পৃথক হয়ে সমাগম তাঁবুর প্রবেশপথে গেলেন এবং তারা উপুড় হয়ে পড়লেন আর তাদের সামনে সদাপ্রভুর মহিমা প্রকাশিত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 মোশি ও হারোণ জনতার সম্মুখ থেকে সরে গিয়ে সম্মিলন শিবিরের দ্বারে উবুড় হয়ে পড়লেন। তখন প্রভু পরমেশ্বরের আলোকোজ্জ্বল মহিমা তাঁদের সম্মুখে প্রতিভাত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তখন মোশি ও হারোণ সমাজের সাক্ষাৎ হইতে সমাগম-তাম্বুর দ্বারে গিয়া উবুড় হইয়া পড়িলেন; আর সদাপ্রভুর প্রতাপ তাঁহাদের দৃষ্টিগোচর হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 সুতরাং মোশি এবং হারোণ লোকদের কাছ থেকে বিদায় নিয়ে সমাগম তাঁবুর প্রবেশ পথে গেলেন। তাঁরা মাটিতে উপুড় হয়ে পড়লে প্রভুর মহিমা তাঁদের সামনে প্রকাশিত হল। অধ্যায় দেখুন |