গণনা পুস্তক 20:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আর তোমরা আমাদের ও আমাদের পশুদের মৃত্যুর জন্য সদাপ্রভুর সমাজকে কেন এই প্রান্তরে আনিলে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর তোমরা আমাদের ও আমাদের পশুদের মৃত্যুর জন্য মাবুদের সমাজকে কেন এই মরুভূমিতে আনলে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 কেন তোমরা সদাপ্রভুর সমাজকে এই প্রান্তরে নিয়ে এলে, যেন আমরা ও আমাদের পশুপাল এই জায়গায় মারা যাই? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তোমরা কেন প্রভু পরমেশ্বরের প্রজামণ্ডলীকে এই মরু প্রান্তরে নিয়ে এলে? আমাদের পশুপাল ও আমাদের সকলকে মারবার জন্য? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর তোমরা আমাদের ও আমাদের পশুদের মৃত্যুর জন্য সদাপ্রভুর সমাজকে কেন এই প্রান্তরে আনিলে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আপনি কেন প্রভুর লোকদের এই মরুভূমিতে নিয়ে এসেছিলেন? আপনার ইচ্ছে কি এটাই যে আমাদের এবং আমাদের সঙ্গে থাকা পশুদের এখানেই মৃত্যু হোক্? অধ্যায় দেখুন |