Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 20:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

19 তখন ইস্রায়েল-সন্তানগণ তাহাকে কহিল, আমরা রাজপথ দিয়া যাইব; আমরা কিম্বা আমাদের পশুগণ, আমরা যদি তোমার জল পান করি, তবে তাহার মূল্য দিব; আর কিছু নয়, কেবল আমাকে পায়ে হাঁটিয়া যাইতে দেও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 তখন বনি-ইসরাইল তাকে বললো, আমরা রাজপথ দিয়ে যাব; আমরা কিংবা আমাদের সমস্ত পশু, আমরা যদি তোমার পানি পান করি, তবে তার মূল্য দেব; আর কিছু নয়, কেবল আমাদেরকে পায়ে হেঁটে যেতে দাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 প্রত্যুত্তরে ইস্রায়েলীরা বলল, “আমরা প্রধান পথ ধরেই যাত্রা করব। যদি আমরা, বা আমাদের পশুপাল কেউ জলপান করে, তার জন্য আমরা মূল্য দেব। আমরা শুধুমাত্র পায়ে হেঁটে পার হতে চাই, অন্য কিছু নয়।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 ইসরায়েলীরা আবার তাঁর কাছে আবেদন জানাল, আমরা শুধু রাজপথ দিয়ে যাব। আমাদের পশুপাল কিংবা আমরা যদি আপনার এলাকা থেকে জল পান করি তা হলে তার জন্য দাম আমরা দেব। আমাদের শুধু পায়ে হেঁটে আপনার রাজ্য পেরিয়ে যেতে দিন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 তখন ইস্রায়েল-সন্তানগণ তাহাকে কহিল, আমরা রাজপথ দিয়া যাইব; আমি কি আমার পশুগণ, আমরা যদি তোমার জল পান করি, তবে আমি তাহার মূল্য দিব; আর কিছু নয়, কেবল আমাকে পায়ে হাঁটিয়া যাইতে দেও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 ইস্রায়েলের লোকরা উত্তর দিল, “আমরা প্রধান রাস্তা দিয়ে যাবো। যদি আমাদের পশুরা আপনাদের কোনো জল পান করে, আমরা তার জন্য মূল্য দেবো। আমরা কেবলমাত্র আপনার দেশের মধ্য দিয়ে পায়ে হেঁটে যেতে চাই। আর কিছু নয়।”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 20:19
4 ক্রস রেফারেন্স  

আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদিগকে যে দেশ দিতেছেন, আমরা যর্দন পার হইয়া যাবৎ সেই দেশে উপস্থিত না হই, তাবৎ তুমি টাকা লইয়া আমাদের ভোজনার্থ খাদ্য দিবে ও টাকা লইয়া পানার্থক জল দিবে; আমি কেবল পদব্রজে পার হইয়া যাইব;


তোমরা তাহাদের নিকটে টাকা দিয়া খাদ্য ক্রয় করিয়া ভোজন করিবে, ও টাকা দিয়া জলও ক্রয় করিয়া পান করিবে।


আর তাহাদের সহিত মিশ্রিত লোকদের মহাজনতা এবং মেষ ও গোপাল অতি বিস্তর পশু প্রস্থান করিল।


আর সেই দুইটি গাভী বৈৎশেমশের সোজা পথ ধরিয়া চলিল, রাজপথ দিয়া হাম্বারব করিতে করিতে চলিল, দক্ষিণে কি বামে ফিরিল না; এবং পলেষ্টীয়দের ভূপালগণ বৈৎ-শেমশের অঞ্চল পর্যন্ত তাহাদের পশ্চাতে পশ্চাতে গেলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন