Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 2:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

16 রূবেণের শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্য অনুসারে সর্বসুদ্ধ এক লক্ষ একান্ন সহস্র চারি শত পঞ্চাশ জন। তাহারা দ্বিতীয়তঃ অগ্রসর হইবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 রূবেণের শিবিরের গণনা-করা লোকেরা নিজ নিজ সৈন্য অনুসারে মোট এক লক্ষ একান্ন হাজার চার শত পঞ্চাশ জন। তারা দ্বিতীয় পর্যায়ে অগ্রসর হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 রূবেণের শিবিরের জন্য নির্দিষ্ট তাদের বিভাগীয় সেনাদের অনুসারে, সমস্ত পুরুষের সংখ্যা 1,51,450। দ্বিতীয় স্থানে তারা যাত্রা শুরু করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 রূবেণের শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্য অনুসারে সর্ব্বশুদ্ধ এক লক্ষ একান্ন সহস্র চারি শত পঞ্চাশ জন। তাহারা দ্বিতীয়তঃ অগ্রসর হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 “রূবেণের শিবিরের এই গোষ্ঠীগুলির মোট পুরুষের সংখ্যা 151,450 জন। স্থানান্তরে ভ্রমণকালে রূবেণের শিবিরের লোকরা দ্বিতীয় স্থানে থাকবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 2:16
5 ক্রস রেফারেন্স  

তৎপরে আপন সৈন্যগণের সহিত রূবেণের শিবিরের পতাকা চলিল; শদেয়ুরের পুত্র ইলীষূর তাহাদের সেনাপতি ছিলেন।


দানের শিবিরের গণিত লোকেরা সর্বসুদ্ধ এক লক্ষ সাতান্ন সহস্র ছয়শত জন। তাহারা আপন আপন পতাকা লইয়া শেষে অগ্রসর হইবে।


ইফ্রয়িমের শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্য অনুসারে সর্বসুদ্ধ এক লক্ষ আট সহস্র একশত জন। তাহারা তৃতীয়তঃ অগ্রসর হইবে।


যিহূদার শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্য অনুসারে সর্বসুদ্ধ এক লক্ষ ছিয়াশি সহস্র চারিশত জন। তাহারা সর্বপ্রথমে অগ্রসর হইবে।


তাহার সৈন্য, তাহাদের গণিত লোক পঁয়তাল্লিশ সহস্র ছয়শত পঞ্চাশ জন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন