গণনা পুস্তক 19:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 আর ঐ শুচি ব্যক্তি তৃতীয় দিবসে ও সপ্তম দিবসে অশুচির উপরে সেই জল ছিটাইয়া দিবে; পরে সপ্তম দিবসে সে তাহাকে শুচি করিবে, এবং ঐ ব্যক্তি আপন বস্ত্র ধৌত করিবে ও জলে স্নান করিবে; পরে সন্ধ্যাকালে শুচি হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর ঐ পাক-সাফ ব্যক্তি তৃতীয় দিন ও সপ্তম দিনে নাপাক ব্যক্তির উপরে সেই পানি ছিটিয়ে দেবে; পরে সপ্তম দিনে সে তাকে পাক-পবিত্র করবে। ঐ ব্যক্তি নিজের কাপড় ধুয়ে ফেলবে ও গোসল করবে; পরে সন্ধ্যাবেলা পাক-সাফ হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 যে ব্যক্তি শুচিশুদ্ধ, সে ওই অশুচি ব্যক্তিদের উপর তৃতীয় ও সপ্তম দিনে জল ছিটাবে এবং সপ্তম দিনে সে তাদের শুচিশুদ্ধ করবে। যারা এইভাবে শুদ্ধিকৃত হয়, তারা অবশ্যই তাদের পোশাক ধুয়ে নেবে ও জলে স্নান করবে এবং সেই সন্ধ্যায় তারা শুচিশুদ্ধ হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তৃতীয় ও সপ্তম দিনে ঐ শুচি ব্যক্তি অশৌচগ্রস্ত লোকের উপর সেই জল ছিটিয়ে দেবে এবং সপ্তম দিনে সে তাকে শুদ্ধ করবে। সেই লোক তখন তার পরণের কাপড় ধুয়ে ফেলবে এবং স্নান করবে। সন্ধ্যাবেলায় সে শুচি হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর ঐ শুচি ব্যক্তি তৃতীয় দিবসে ও সপ্তম দিবসে অশুচির উপরে সেই জল ছিটাইয়া দিবে; পরে সপ্তম দিবসে সে তাহাকে মুক্তপাপ করিবে, এবং ঐ ব্যক্তি আপন বস্ত্র ধৌত করিবে ও জলে স্নান করিবে; পরে সন্ধ্যাকালে শুচি হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 “এরপর তৃতীয় দিনে এবং আবার সপ্তম দিনে একজন শুচি ব্যক্তি অবশ্যই একজন অশুচি ব্যক্তির ওপরে এই জল ছিটিয়ে দেবে। সপ্তম দিনে সেই ব্যক্তি শুচি হবে। সে অবশ্যই জলে তার কাপড়চোপড় ধোবে। সন্ধ্যাবেলায় সে শুচি হবে। অধ্যায় দেখুন |