Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 16:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

6 হে কোরহ ও কোরহের দলস্থ সকলে, এক কর্ম কর;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 হে কারুন ও কারুনের দলের সকলে, এক কাজ কর;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 কোরহ, তুমি ও তোমার অনুগামী সবাই এই কাজ করো, অঙ্গারধানী নাও

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 কোরহ্, তুমি ও তোমার দলের লোকেরা বরং এক কাজ কর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 হে কোরহ ও কোরহের দলস্থ সকলে, এক কর্ম্ম কর;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 সুতরাং কোরহ তুমি এবং তোমার অনুসরণকারী এই কাজ করবে:

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 16:6
7 ক্রস রেফারেন্স  

আর হারোণের পুত্র নাদব ও অবীহূ আপন আপন অঙ্গারধানী লইয়া তাহাতে অগ্নি রাখিল, ও তাহার উপরে ধূপ দিয়া সদাপ্রভুর সম্মুখে তাঁহার আজ্ঞার বিপরীতে ইতর অগ্নি উৎসর্গ করিল।


আর তিনি কোরহকে ও তাহার দলস্থ সকলকে কহিলেন, কে সদাপ্রভুর লোক, ও কে পবিত্র, কাহাকে তিনি আপনার নিকটবর্তী করেন, তাহা সদাপ্রভু প্রাতঃকালে জানাইবেন; তিনি যাহাকে মনোনীত করিবেন, তাহাকেই তাঁহার নিকটবর্তী করিবেন।


তোমরা অঙ্গারধানী লও, এবং তাহাতে অগ্নি দিয়া কল্য সদাপ্রভুর সম্মুখে তাহার উপরে ধূপ দেও; তাহাতে সদাপ্রভু যাহাকে মনোনীত করিবেন, সেই ব্যক্তি পবিত্র হইবে; হে লেবির সন্তানগণ, তোমরা বড়ই অভিমানী।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন