গণনা পুস্তক 16:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 তুমি মণ্ডলীকে বল, তোমরা কোরহের, দাথনের ও অবীরামের আবাসের চতুর্দিক হইতে উঠিয়া যাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 তুমি মণ্ডলীকে বল, তোমরা কারুন, দাথন ও অবীরামের তাঁবুর চারদিক থেকে সরে যাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 “তুমি সমাজকে বলো, ‘তোমরা কোরহ, দাথন ও অবীরামের তাঁবুর কাছ থেকে সরে যাও।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তুমি জনমণ্ডলীকে বল, তারা যেন কেরহ্, দাথন ও অবীরামের তাঁবুর কাছ থেকে দূরে সরে যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 তুমি মণ্ডলীকে বল, তোমরা কোরহের, দাথনের ও অবীরামের আবাসের চতুর্দ্দিক্ হইতে উঠিয়া যাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 “কোরহ, দাথন এবং অবীরামের তাঁবু থেকে লোকদের সরে যেতে বলো।” অধ্যায় দেখুন |