গণনা পুস্তক 15:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 আর তাহারা তাহাকে রুদ্ধ করিয়া রাখিল; কেননা তাহার প্রতি কি কর্তব্য, তাহা ব্যক্ত হয় নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 আর তারা তাকে রুদ্ধ করে রাখল; কেননা তার প্রতি কি কর্তব্য তা জানানো হয় নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 তাঁরা তাকে অবরুদ্ধ করে রাখলেন, কারণ তার প্রতি কী করণীয়, তা সুস্পষ্ট জানা ছিল না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 তাকে তখন আটক করে রাখা হল কারণ তার সম্পর্কে কর্তব্য কি হবে কারও জানা ছিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 আর তাহারা তাহাকে রুদ্ধ করিয়া রাখিল; কেননা তাহার প্রতি কি কর্ত্তব্য, তাহা ব্যক্ত হয় নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 তারা সেই লোকটিকে পাহারায় রাখল কারণ তারা জানতো না, তারা কিভাবে তাকে শাস্তি দেবে। অধ্যায় দেখুন |