Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 15:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

22 আর তোমরা যদি ভুলবশতঃ পাপ কর, মোশির নিকটে সদাপ্রভু এই যে সকল আজ্ঞা দিয়াছেন, এই সকল যদি পালন না কর,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 আর তোমরা যদি ভুলবশত গুনাহ্‌ কর, মূসার কাছে মাবুদ যেসব হুকুম দিয়েছেন, এসব যদি পালন না কর,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 “ ‘এখন মোশিকে দত্ত সদাপ্রভুর এই আদেশসমূহের কোনো একটি, তোমরা সমাজরূপে যদি অনিচ্ছাকৃতভাবে, পালন করতে ব্যর্থ হও,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর এই যে সব নির্দেশ দিয়েছেন তার কোন একটি যদি তোমরা অজ্ঞানবশতঃ অমান্য কর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 আর তোমরা যদি প্রমাদবশতঃ পাপ কর, মোশির কাছে সদাপ্রভু এই যে সকল আজ্ঞা দিয়াছেন, এই সকল যদি পালন না কর, এমন কি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 “এখন তোমরা যদি কোনো ভুল করো এবং প্রভু মোশিকে যে আদেশ করেছেন তার কোনোটা পালন করতে ভুলে যাও, তাহলে তোমরা কি করবে?

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 15:22
10 ক্রস রেফারেন্স  

তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, কেহ যদি ভুলবশতঃ পাপ করে, অর্থাৎ সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কর্মের কোন এক কর্ম যদি করে;


কিন্তু যে না জানিয়া প্রহারের যোগ্য কর্ম করিয়াছে, সে অল্প প্রহারে প্রহারিত হইবে। আর যে কোন ব্যক্তিকে অধিক দত্ত হইয়াছে, তাহার নিকটে অধিক দাবি করা যাইবে; এবং লোকে যাহার কাছে অধিক রাখিয়াছে, তাহার নিকটে অধিক চাহিবে।


ভ্রান্তির কার্য সকল কে বুঝিতে পারে? তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার কর।


যাজক এই সকলের মধ্যে তাহার কৃত কোন পাপের জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে, এবং [অবশিষ্ট দ্রব্য] ভক্ষ্য-নৈবেদ্যের মত যাজকের হইবে।


আর সাধারণ লোকদের মধ্যে যদি কেহ ভুলবশতঃ সদাপ্রভুর কোন আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম দ্বারা পাপ করিয়া দোষী হয়,


আর যদি কোন অধ্যক্ষ পাপ করে, অর্থাৎ ভুলবশতঃ আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম করিয়া দোষী হয়,


তোমরা পুরুষানুক্রমে আপন আপন ছানা ময়দার অগ্রিমাংশ হইতে সদাপ্রভুর উদ্দেশে উত্তোলনীয় উপহার নিবেদন করিবে।


এমন কি, সদাপ্রভু যে দিন তোমাদিগকে আজ্ঞা দিয়াছেন, তদবধি তোমাদের পুরুষ-পরম্পরার জন্য সদাপ্রভু মোশির হস্তে তোমাদিগকে যত আজ্ঞা করিয়াছেন, সেই সকল যদি পালন না কর,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন