গণনা পুস্তক 15:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 তোমাদের ও তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশীয়দের জন্য একই ব্যবস্থা ও একই শাসন হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তোমাদের ও তোমাদের মধ্যে প্রবাসী বিদেশীদের জন্য একই ব্যবস্থা ও একই শাসন হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 অভিন্ন বিধি ও নিয়ম তোমাদের ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তাই তোমাদের এবং তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশীদের সকলের জন্যই এক বিধান এবং একই অনুশাসন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তোমাদের ও তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশীয়দের জন্য একই ব্যবস্থা ও একই শাসন হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 এর অর্থ হল তোমরাও একই বিধি এবং নিয়ম অনুসরণ করবে। ঐ বিধি এবং নিয়ম তোমাদের জন্য এবং তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশীদের জন্যও প্রযোজ্য।” অধ্যায় দেখুন |
আর ইস্রায়েল লোকদিগকে সর্বপ্রথমে আশীর্বাদ করণার্থে, সদাপ্রভুর দাস মোশি যেরূপ আদেশ করিয়াছিলেন, তদ্রূপ সমস্ত ইস্রায়েল, তাহাদের প্রাচীনগণ, কর্মচারিগণ ও বিচারকর্তৃকগণ, স্বজাতীয় কি প্রবাসী সমস্ত লোক সিন্দুকের এদিকে ওদিকে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহক লেবীয় যাজকগণের সম্মুখে দাঁড়াইল; তাহাদের অর্ধাংশ গরিষীম পর্বতের সম্মুখে, অর্ধাংশ এবল পর্বতের সম্মুখে রহিল।