গণনা পুস্তক 14:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 পরে তাহারা পরস্পর বলাবলি করিল, আইস, আমরা একজনকে সেনাপতি করিয়া মিসরে ফিরিয়া যাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 পরে তারা পরস্পর বলাবলি করলো, এসো, আমরা এক জনকে সেনাপতি করে মিসরে ফিরে যাই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তারা পরস্পর আলোচনা করে বলল, “একজন নেতা মনোনীত করে আমাদের মিশরে ফিরে যাওয়াই উচিত।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তারা তারা পরস্পর বলাবলি করতে লাগল, চল, আমরা একজনকে নেতা ঠিক করে মিশরে ফিরে যাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 মিসরে ফিরিয়া যাওয়া কি আমাদের ভাল নয়? পরে তাহারা পরস্পর বলাবলি করিল, আইস, আমরা এক জনকে সেনাপতি করিয়া মিসরে ফিরিয়া যাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তখন লোকরা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, “এখন আমরা একজন নতুন নেতাকে নির্বাচন করবো এবং মিশরে ফিরে যাবো।” অধ্যায় দেখুন |