Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 13:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

8 ইফ্রয়িম বংশের মধ্যে নূনের পুত্র হোশেয়;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আফরাহীম-বংশের মধ্যে নূনের পুত্র হোসিয়া;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 ইফ্রয়িম গোষ্ঠী থেকে নূনের ছেলে হোশেয়;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 ইফ্রয়িম গোষ্ঠী থেকে নুনের পুত্র হোশেয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 ইফ্রয়িম বংশের মধ্যে নূনের পুত্র হোশেয়;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 ইফ্রয়িম পরিবারগোষ্ঠী থেকে নূনের পুত্র হোশেয়।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 13:8
18 ক্রস রেফারেন্স  

তখন নূনের পুত্র যিহোশূয়, মোশির পরিচারক, যিনি তাঁহার একজন মনোনীত লোক, তিনি কহিলেন, হে আমার প্রভু মোশি, তাহাদিগকে বারণ করুন।


পরে মোশি ও তাঁহার পরিচারক যিহোশূয় উঠিলেন, এবং মোশি ঈশ্বরের পর্বতে উঠিলেন।


তাহারা যিহোশূয়কে উত্তর করিল, আপনি আমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছেন, সেই সকল আমরা করিব; আপনি আমাদিগকে যে কোন স্থানে পাঠাইবেন, সেখানে আমরা যাইব।


আর নূনের পুত্র যিহোশূয় বিজ্ঞতার আত্মায় পরিপূর্ণ ছিলেন, কারণ মোশি তাঁহার উপরে হস্তার্পণ করিয়াছিলেন; আর ইস্রায়েল-সন্তানগণ তাঁহার কথায় মনোযোগ করিয়া মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞা অনুসারে কর্ম করিতে লাগিল।


আর মোশি ও নূনের পুত্র যিহোশূয় আসিয়া লোকদের কর্ণগোচরে এই গীতের সমস্ত কথা কহিলেন।


আর তিনি নূনের পুত্র যিহোশূয়কে আজ্ঞা দিয়া কহিলেন, তুমি বলবান হও ও সাহস কর; কেননা আমি ইস্রায়েল সন্তানগণকে যে দেশ দিতে দিব্য করিয়াছি, সেই দেশে তুমি তাহাদিগকে লইয়া যাইবে, এবং আমি তোমার সহবর্তী হইব।


পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, দেখ, তোমার মৃত্যুদিন আসন্ন, তুমি যিহোশূয়কে ডাক, এবং তোমরা উভয়ে সমাগম-তাম্বুতে উপস্থিত হও, আমি তাহাকে আজ্ঞা দিব। তাহাতে মোশি ও যিহোশূয় গিয়া সমাগম-তাম্বুতে উপস্থিত হইলেন।


মোশি যাঁহাদিগকে দেশ নিরীক্ষণ করিতে পাঠাইলেন, এই ছিল সেই লোকদের নাম। আর মোশি নূনের পুত্র হোশেয়ের নাম যিহোশূয় রাখিলেন।


পরে যিহোশূয় কোলাহলকারী লোকদের রব শুনিয়া মোশিকে কহিলেন, শিবিরে যুদ্ধের শব্দ হইতেছে।


ইষাখর বংশের মধ্যে যোষেফের পুত্র যিগাল;


বিন্যামীন বংশের মধ্যে রাফূর পুত্র পল্‌টি;


তাহারা সদাপ্রভুর বাক্যানুসারে তাঁহার যাচিত নগর অর্থাৎ পর্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ তিম্মৎ-সেরহ তাঁহাকে দিল; তাহাতে তিনি ঐ নগর নির্মাণ করিয়া তথায় বাস করিলেন।


তাহার পুত্র নূন, তাহার পুত্র যিহোশূয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন