Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 13:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

6 যিহূদা বংশের মধ্যে যিফুন্নির পুত্র কালেব;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 শিমিয়োন-বংশের মধ্যে যিফুন্নির পুত্র কালুত;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 যিহূদা গোষ্ঠী থেকে যিফূন্নির ছেলে কালেব;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 যিহুদা গোষ্ঠী থেকে যিফুন্নির পুত্র কালেব,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 যিহূদা বংশের মধ্যে যিফুন্নির পুত্র কালেব;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 যিহূদার পরিবারগোষ্ঠী থেকে যিফুন্নির পুত্র কালেব।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 13:6
16 ক্রস রেফারেন্স  

সেই ব্যক্তিদের নাম এই- যিহূদা বংশের যিফূন্নির পুত্র কালেব।


আর যাঁহারা দেশ নিরীক্ষণ করিয়া আসিয়াছিলেন, তাঁহাদের মধ্যে নূনের পুত্র যিহোশূয় ও যিফূন্নির পুত্র কালেব আপন আপন বস্ত্র চিড়িলেন,


আমি তোমাদিগকে যে দেশে বাস করাইব বলিয়া হস্ত উত্তোলন করিয়াছিলাম, সেই দেশে তোমরা প্রবেশ করিবে না, কেবল যিফুন্নির পুত্র কালেব ও নূনের পুত্র যিহোশূয় প্রবেশ করিবে।


আর কালেব মোশির সাক্ষাতে লোকদিগকে ক্ষান্ত করণার্থে কহিলেন, আইস, আমরা একেবারে উঠিয়া গিয়া দেশ অধিকার করি; কেননা আমরা উহা জয় করিতে সমর্থ।


আর যিফুন্নির পুত্র কালেবের সন্তান- ঈরূ, এলা ও নয়ম, এবং এলার সন্তানগণ, ও কনস।


কারণ সদাপ্রভু তাহাদের বিষয়ে বলিয়াছিলেন, তাহারা প্রান্তরে মরিবেই মরিবে; আর তাহাদের মধ্যে যিফূন্নির পুত্র কালেব ও নূনের পুত্র যিহোশূয় ব্যতিরেকে একজনও অবশিষ্ট রহিল না।


কিন্তু আমার দাস কালেবের অন্তরে অন্য আত্মা ছিল, এবং সে সম্পূর্ণরূপে আমার অনুগত হইয়া চলিয়াছে, এই নিমিত্তে সে যে দেশে গিয়াছিল, সেই দেশে আমি তাহাকে প্রবেশ করাইব, ও তাহার বংশ তাহা অধিকার করিবে।


যে ব্যক্তিরা দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিল, তাহাদের মধ্যে কেবল নূনের পুত্র যিহোশূয় ও যিফূন্নির পুত্র কালেব জীবিত থাকিলেন।


শিমিয়োন বংশের মধ্যে হোরির পুত্র শাফট;


ইষাখর বংশের মধ্যে যোষেফের পুত্র যিগাল;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন