Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 13:32 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

32 এইরূপে তাঁহারা যে দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণের সাক্ষাতে সেই দেশের অখ্যাতি করিয়া কহিলেন, আমরা যে দেশ নিরীক্ষণ করিতে স্থানে স্থানে গিয়াছিলাম, সেই দেশ আপন অধিবাসীদিগকে গ্রাস করে, এবং তাহার মধ্যে আমরা যত লোককে দেখিয়াছি তাহারা সকলে ভীমকায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

32 এভাবে তাঁরা যে দেশ নিরীক্ষণ করতে গিয়েছিলেন, বনি-ইসরাইলদের সাক্ষাতে সেই দেশের দুর্নাম করে বললেন, আমরা যে দেশ নিরীক্ষণ করতে নানা স্থানে গিয়েছিলাম, সেই দেশ তার অধিবাসীদের গ্রাস করে এবং তার মধ্যে আমরা যত লোককে দেখেছি তারা সকলে দেখতে বিশাল আকৃতির।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

32 তাঁরা যে দেশ নিরীক্ষণ করে এসেছিলেন, সেই দেশ সম্পর্কে ইস্রায়েলীদের মধ্যে বিরূপ সংবাদ ছড়াল। তাঁরা বললেন, “যে দেশ আমরা নিরীক্ষণ করেছি সেই দেশ নিজের অধিবাসীদের গ্রাস করে। যে সমস্ত লোককে সেখানে আমরা দেখেছি তারা সবাই বৃহদাকার।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

32 এইভাবে তাঁরা যে দেশ পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন, ইসরায়েলীদের কাছে তার কুখ্যাতি করতে লাগলেন। তাঁরা বললেন, যে দেশ আমরা পর্যবেক্ষণ করে এলাম সেই দেশ তার অধিবাসীদেরই গ্রাস করে। সে দেশে আমরা যত লোক দেখেছি তাদের সকলেরই বিরাট চেহারা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

32 এইরূপে তাঁহারা যে দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণের সাক্ষাতে সেই দেশের অখ্যাতি করিয়া কহিলেন, আমরা যে দেশ নিরীক্ষণ করিতে স্থানে স্থানে গিয়াছিলাম, সে দেশ আপন অধিবাসীদিগকে গ্রাস করে; এবং তাহার মধ্যে আমরা যত লোককে দেখিয়াছি, তাহারা সকলে ভীমকায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

32 এবং ঐ লোকরা ইস্রায়েলের অন্যান্য সমস্ত লোকদের বলল যে ঐ দেশের লোকদের পরাস্ত করার পক্ষে তারা যথেষ্ট শক্তিশালী নয়। তারা বলল, “আমরা যে দেশ দেখেছিলাম সে দেশটি শক্তিশাল লোকে পরিপূর্ণ। যারা ওখানে গিয়েছে এমন যে কোনো ব্যক্তিকেই ওখানকার অধিবাসীরা খুব সহজেই পরাস্ত করতে পারবে। এমন শক্তি তাদের আছে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 13:32
11 ক্রস রেফারেন্স  

আমিই ত তাহাদের সম্মুখে সেই ইমোরীয়কে উচ্ছিন্ন করিয়াছিলাম, যে এরস বৃক্ষবৎ দীর্ঘকায় ও অলোন বৃক্ষবৎ বলিষ্ঠ ছিল; তবু আমি ঊর্ধ্বে তাহার ফল ও নিচে তাহার মূল উচ্ছিন্ন করিয়াছিলাম।


কিন্তু, হা অধ্যাপক ও ফরীশীগণ, কপটীরা, ধিক্‌ তোমাদিগকে! কারণ তোমরা মনুষ্যদের সম্মুখে স্বর্গরাজ্য রুদ্ধ করিয়া থাক;


আর একবার গাতে যুদ্ধ হইল; আর তথায় অতি দীর্ঘকায় একজন লোক ছিল, প্রতি হস্ত পদে তাহার ছয় ছয় অঙ্গুলি, সর্বসুদ্ধ চব্বিশ অঙ্গুলি ছিল, সেও রফার সন্তান।


আর একবার গাতে যুদ্ধ হইল; আর তথায় অতি দীর্ঘকায় একজন ছিল, প্রতি হস্তপদে তাহার ছয় ছয় অঙ্গুলি, সর্বসুদ্ধ চব্বিশটি অঙ্গুলি ছিল, সেও রফার সন্তান।


আমরা কোথায় যাইতেছি? আমাদের ভ্রাতৃগণ আমাদের মনোভঙ্গ করিল, কহিল, আমাদের অপেক্ষা সেই জাতি শক্তিশালী ও দীর্ঘকায়, এবং নগরগুলি অতি বৃহৎ ও গগনস্পর্শী প্রাচীরে বেষ্টিত; আরও সেই স্থানে আমরা অনাকীয়দের সন্তানদিগকেও দেখিয়াছি।


যাহা হউক, তদ্দেশ-নিবাসী লোকেরা বলবান, ও তথাকার নগর সকল প্রাচীরবেষ্টিত ও অতি বৃহৎ; এবং সেই স্থানে আমরা অনাকের সন্তানগণকেও দেখিয়াছি।


আর তাহারা রমণীয় দেশ তুচ্ছ করিল, তাঁহার বাক্যে বিশ্বাস করিল না;


আমি তোমাদের উপর দিয়া মনুষ্যদিগকে, আমার প্রজা ইস্রায়েলকে, যাতায়াত করাইব; তাহারা তোমাকে ভোগ করিবে, ও তুমি তাহাদের অধিকার-ভূমি হইবে, এখন হইতে তাহাদিগকে আর সন্তানবিহীন করিবে না।


আর ইমোরীয়ের দেশ অধিকারার্থে দিবার জন্য আমিই তোমাদিগকে মিসর দেশ হইতে আনিয়াছিলাম ও চল্লিশ বৎসর পর্যন্ত প্রান্তরে গমন করাইয়াছিলাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন