গণনা পুস্তক 12:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 পরে লোকেরা হৎসেরোৎ হইতে যাত্রা করিয়া পারণ প্রান্তরে শিবির স্থাপন করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 পরে লোকেরা হৎসেরোৎ থেকে যাত্রা করে পারণ মরুভূমিতে শিবির স্থাপন করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তারপর সেই লোকেরা হৎসেরোৎ ত্যাগ করে পারণ মরুভূমিতে গিয়ে ছাউনি স্থাপন করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 পরে তারা হৎসরোৎ থেকে যাত্রা করে পারাণ প্রান্তরে এসে শিবির স্থাপন করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 পরে লোকেরা হৎসেরোৎ হইতে যাত্রা করিয়া পারণ প্রান্তরে শিবির স্থাপন করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 এরপর লোকরা হৎসেরোত্ ত্যাগ করে পারণ মরুভূমির উদ্দেশ্যে গমন করল এবং ঐ মরুভূমিতেই শিবির স্থাপন করল। অধ্যায় দেখুন |