গণনা পুস্তক 12:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 পরে মোশি সদাপ্রভুর কাছে ক্রন্দন করিয়া কহিলেন, হে ঈশ্বর, বিনয় করি, ইহাকে সুস্থ কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 পরে মূসা মাবুদের কাছে ক্রন্দন করে বললেন, হে আল্লাহ্, আরজ করি, একে সুস্থ কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 মোশি তাই সদাপ্রভুর কাছে কেঁদে বললেন, “হে ঈশ্বর, কৃপাবশত তাকে সুস্থ করো!” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 মোশি তখন প্রভু পরমেশ্বরের কাছে ক্রন্দন করো বললেন, হে ঈশ্বর, দয়া করে একে সুস্থ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 পরে মোশি সদাপ্রভুর কাছে ক্রন্দন করিয়া কহিলেন, হে ঈশ্বর, বিনয় করি, ইহাকে সুস্থ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 এই কারণে মোশি ঈশ্বরের কাছে প্রার্থনা করল, “ঈশ্বর, দয়া করে মরিয়মকে এই অসুস্থতা থেকে আরোগ্য করুন!” অধ্যায় দেখুন |