গণনা পুস্তক 11:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 তাহাতে এক যুবা দৌড়াইয়া গিয়া মোশিকে কহিল, ইল্দদ ও মেদদ শিবিরে ভাবোক্তি প্রচার করিতেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 তাতে এক জন যুবক দৌড়ে গিয়ে মূসাকে বললো, ইল্দদ ও মেদদ শিবিরে ভবিষ্যদ্বাণী বলতে শুরু করছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 একজন যুবক দৌড়ে গিয়ে মোশিকে বলল, “ইল্দদ ও মেদদ, ছাউনির মধ্যেই ভাববাণী বলছেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 তখন একটি যুবক দৌড়ে মোশির কাছে গিযে বলল, ইলদদ্ ও মেদদ তাঁদের ছাউনির মধ্যে ভাবাবিষ্ট হয়ে কথা বলছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 তাহাতে এক যুবা দৌড়িয়া গিয়া মোশিকে কহিল, ইল্দদ ও মেদদ শিবিরে ভাবোক্তি প্রচার করিতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 একজন যুবক দৌড়ে গিয়ে মোশিকে এই খবর দিল। সেই ব্যক্তি বলল, “ইল্দদ এবং মেদদ শিবিরের মধ্যেই ভবিষ্যদ্বানী করছে।” অধ্যায় দেখুন |