গণনা পুস্তক 10:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 হারোণের সন্তান যাজকেরা সেই তূরী বাজাইবে, তোমাদের পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধির নিমিত্ত তোমরা তাহা রাখিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 হারুনের ইমাম সন্তানগণ সেই তূরী বাজাবে, পুরুষানুক্রমে তোমরা চিরস্থায়ী নিয়ম হিসেবে তা পালন করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 “হারোণের ছেলেরা যাজকেরা তূরী বাজাবে। এই আদেশ তোমাদের ও তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরদিন থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 হারোণ বংশীয় পুরোহিতেরা এই তূরী বাজাবে। পুরুষানুক্রমে চিরকাল তোমরা এই বিধি পালন করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 হারোণের সন্তান যাজকেরা সেই তূরী বাজাইবে, তোমাদের পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধির নিমিত্ত তোমরা তাহা রাখিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 কেবলমাত্র হারোণের পুত্ররা এবং যাজকরা শিঙা দুটিকে বাজাবে। এই বিধি তোমাদের এবং তোমাদের পরবর্তী বংশধরদের জন্য চিরকালীন বিধি। অধ্যায় দেখুন |