গণনা পুস্তক 10:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 কিন্তু একটি তূরী বাজাইলে অধ্যক্ষগণ, ইস্রায়েলের-সহস্রপতিগণ, তোমার নিকটে একত্র হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 কিন্তু একটি তূরী বাজালে নেতৃবর্গ, ইসরাইলের সহস্রপতিরা, তোমার কাছে জমায়েত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যদি একটিমাত্র ধ্বনিত হয়, তাহলে নেতৃবর্গ, অর্থাৎ ইস্রায়েলী গোষ্ঠীর প্রধানেরা, তোমার কাছে একত্র হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 যখন একটি তূরী বাজানো হবে তখন শুধু ইসরায়েলীদের গোষ্ঠীপতিরা তোমার কাছে সমবেত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কিন্তু একটী তূরী বাজাইলে অধ্যক্ষগণ, ইস্রায়েলের সহস্রপতিগণ, তোমার নিকটে একত্র হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কিন্তু যদি তুমি তোমার সঙ্গে দেখা করার জন্য নেতাদের অর্থাৎ ইস্রায়েলের বারোটি পরিবারগোষ্ঠীর প্রধানদের জড়ো করতে চাও, তাহলে কেবলমাত্র একটি শিঙাকেই দীর্ঘ সুরে বাজাবে। অধ্যায় দেখুন |