Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 1:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

5 আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হইবে তাহাদের নাম এই- রূবেণের পক্ষে শদেয়ূরের পুত্র ইলীষূর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হবে তাদের নাম এই— রূবেণের পক্ষে শদেয়ূরের পুত্র ইলীষূর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 “যে সমস্ত ব্যক্তি তোমাদের সহকারী হবে, তাদের নাম হল: “রূবেণ থেকে শদেয়ূরের ছেলে ইলীষূর;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5-16 যারা তোমাদের সহকারী হবে তাদের নাম এই: বংশ গোষ্ঠীপতি রূবেণ শদেয়ুরের পুত্র ইলীষূর শিমিয়োন সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল যিহূদা অম্মীনাদবর পুত্র নহশোন ইষাখর সূয়ারের পুত্র নথনেল সবুলুন হেলোনের পুত্র ইলীয়াব যোষেফের পুত্রদ্বয় ইফ্রয়িম অম্মীহূদের পুত্র ইলীশামা মনঃশি পদাহসূরের পুত্র গমলীয়েল বিন্যামীন গিদিয়োনির পুত্র অবীদান দান অম্মীশদ্দগের পুত্র অহীয়েষর আশের অক্রণের পুত্র পগীয়েল গাদ দ্যুয়েলের পুত্র ইলীয়াসফ নপ্তালি ঐননের পুত্র অহীর

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হইবে, তাহাদের এই এই নাম। রূবেণের পক্ষে শদেয়ূরের পুত্র ইলীষূর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 এই নামগুলি হচ্ছে সেইসব লোকের যারা তোমার পাশে থাকবে এবং তোমাকে সাহায্য করবে: রূবেণের পরিবারগোষ্ঠী থেকে শদেয়ূরের পুত্র ইলীষূর;

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 1:5
17 ক্রস রেফারেন্স  

চতুর্থ দিবসে রূবেণ-সন্তানদের অধ্যক্ষ শদেয়ুরের পুত্র ইলীষুর।


তৎপরে আপন সৈন্যগণের সহিত রূবেণের শিবিরের পতাকা চলিল; শদেয়ুরের পুত্র ইলীষূর তাহাদের সেনাপতি ছিলেন।


দক্ষিণ পার্শ্বে সৈন্য অনুসারে রূবেণের শিবিরের পতাকা থাকিবে, এবং শদেয়ূরের পুত্র ইলীষূর রূবেণ-সন্তানগণের অধ্যক্ষ হইবে।


শিমিয়োনের পক্ষে সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল।


সেই দিন ইস্রায়েলের অধ্যক্ষগণ, পিতৃকুলপতিগণ উপহার আনিলেন, ইঁহারা বংশ সকলের অধ্যক্ষ, ইঁহারা গণিত লোকদের উপরে নিযুক্ত ছিলেন।


পূর্ব পার্শ্বে সূর্যোদয়ের দিকে আপন সৈন্য অনুসারে যিহূদার শিবিরের পতাকা সম্বন্ধীয় লোকেরা সন্নিবেশিত হইবে, এবং অম্মীনাদবের পুত্র নহশোন যিহূদা-সন্তানগণের অধ্যক্ষ হইবে।


প্রথম দিবসে যিহূদা বংশজাত অম্মীনাদবের পুত্র নহশোন আপন উপহার আনিলেন।


প্রথমে আপন সৈন্যগণের সহিত যিহূদা সন্তানগণের শিবিরের পতাকা চলিল; অম্মীনাদবের পুত্র নহশোন তাহাদের সেনাপতি ছিলেন।


ইস্রায়েলের বংশাধ্যক্ষগণ। রূবেণী-য়দের কুলে অধ্যক্ষ সিখ্রির পুত্র ইলীয়েষর; শিমিয়োনীয়দের কুলে মাখার পুত্র শফটিয়;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন