গণনা পুস্তক 1:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হইবে তাহাদের নাম এই- রূবেণের পক্ষে শদেয়ূরের পুত্র ইলীষূর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হবে তাদের নাম এই— রূবেণের পক্ষে শদেয়ূরের পুত্র ইলীষূর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 “যে সমস্ত ব্যক্তি তোমাদের সহকারী হবে, তাদের নাম হল: “রূবেণ থেকে শদেয়ূরের ছেলে ইলীষূর; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5-16 যারা তোমাদের সহকারী হবে তাদের নাম এই: বংশ গোষ্ঠীপতি রূবেণ শদেয়ুরের পুত্র ইলীষূর শিমিয়োন সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল যিহূদা অম্মীনাদবর পুত্র নহশোন ইষাখর সূয়ারের পুত্র নথনেল সবুলুন হেলোনের পুত্র ইলীয়াব যোষেফের পুত্রদ্বয় ইফ্রয়িম অম্মীহূদের পুত্র ইলীশামা মনঃশি পদাহসূরের পুত্র গমলীয়েল বিন্যামীন গিদিয়োনির পুত্র অবীদান দান অম্মীশদ্দগের পুত্র অহীয়েষর আশের অক্রণের পুত্র পগীয়েল গাদ দ্যুয়েলের পুত্র ইলীয়াসফ নপ্তালি ঐননের পুত্র অহীর অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হইবে, তাহাদের এই এই নাম। রূবেণের পক্ষে শদেয়ূরের পুত্র ইলীষূর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 এই নামগুলি হচ্ছে সেইসব লোকের যারা তোমার পাশে থাকবে এবং তোমাকে সাহায্য করবে: রূবেণের পরিবারগোষ্ঠী থেকে শদেয়ূরের পুত্র ইলীষূর; অধ্যায় দেখুন |