কলসীয় 4:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 যেন আমার যেমন বলা উচিত, তেমনি তাহা প্রকাশ করিতে পারি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 যেন আমার যেমন বলা উচিত তেমনি তা প্রকাশ করতে পারি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 প্রার্থনা করো, যেন যেমন উচিত, আমি তা স্পষ্টরূপে ব্যক্ত করতে পারি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 প্রার্থনা করো, আমি যেন সেই তত্ত্ব যথাযথভাবে ব্যক্ত করতে পারি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 যেন আমার যেমন বলা উচিত, তেমনি তাহা প্রকাশ করিতে পারি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 প্রার্থনা করো যেন পরিষ্কার করে সেই সত্য লোকদের কাছে আমি তুলে ধরতে পারি। এটাই আমার কর্তব্য। অধ্যায় দেখুন |