কলসীয় 3:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 পূর্বে যখন তোমরা এই সকলে জীবন ধারণ করিতে, তখন তোমরাও এই সকলে চলিতে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আগে যখন তোমরা ঐ রকম জীবন-যাপন করতে তখন তোমরাও এই সকলের মধ্যে চলতে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 বিগত জীবনে, এক সময় তোমরা এসব কিছুতেই অভ্যস্ত ছিলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 একসময় তোমরা এ সবের মাঝেই জীবন যাপন করতে এবং তখন তোমরা এইরকম আচরণই করতে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 পূর্ব্বে যখন তোমরা এ সকলে জীবন ধারণ করিতে, তখন তোমরাও এই সকলে চলিতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 তোমাদের অতীতের পাপময় জীবনে তোমরা সেইসব মন্দ কাজে লিপ্ত ছিলে। অধ্যায় দেখুন |