কলসীয় 3:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 আর বাক্যে কি কার্যে যাহা কিছু কর, সকলই প্রভু যীশুর নামে কর, তাঁহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আর কথায় কি কাজে যা কিছু কর সমস্ত কিছুই প্রভু ঈসার নামে কর, তাঁর দ্বারা পিতা আল্লাহ্র শুকরিয়া করতে থাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 কথায় কিম্বা কাজে তোমরা যা কিছু কর না কেন, সবই প্রভু যীশুর নামে করবে। তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আর বাক্যে কি কার্য্যে যাহা কিছু কর, সকলই প্রভু যীশুর নামে কর, তাঁহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 কথায় বা কাজে যা কিছু করো, সবই প্রভুর নামে কর এবং পিতা ঈশ্বরকে যীশুর মাধ্যমে ধন্যবাদ দাও। অধ্যায় দেখুন |