ওবদিয় 1:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 সদাপ্রভু কহেন, সেই দিন আমি কি ইদোমের জ্ঞানবানদিগকে বিনষ্ট করিব না? এষৌর পর্বত হইতে কি বুদ্ধি দূর করিব না? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 মাবুদ বলেন, সেদিন আমি কি ইদোমের জ্ঞানবানদের বিনষ্ট করবো না? ইসের পর্বত থেকে কি বুদ্ধিমানদের দূর করবো না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 সদাপ্রভু ঘোষণা করেন, “সেদিন, আমি কি ইদোমের জ্ঞানী লোকেদের বিনষ্ট করব না, এষৌর পর্বতগুলিতে কি বুদ্ধিমানদের ধ্বংস করব না? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 ইদোমের সেই শাস্তির দিনে ইদোমের মনীষীদের আমি ধ্বংস করব, লোপ করব তাদের বোধশক্তি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 সদাপ্রভু কহেন, সে দিন আমি কি ইদোমের জ্ঞানবান্দিগকে বিনষ্ট করিব না? এষৌর পর্ব্বত হইতে কি বুদ্ধি দূর করিব না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 প্রভু বলেছেন, “ঐদিন আমি জ্ঞানী লোকদের ধ্বংস করব। আমি এষৌর পর্বতের বুদ্ধিমান লোকদের ধ্বংস করব। অধ্যায় দেখুন |