ওবদিয় 1:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 আর ইস্রায়েল সন্তানদের নির্বাসিত সৈন্য সারিফৎ পর্যন্ত কনানীয়দের দেশ অধিকার করিবে, এবং যিরূশালেমের যে নির্বাসিত লোকেরা সফারদে আছে তাহারা দক্ষিণের নগর সকল অধিকার করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আর বনি-ইসরাইলদের নির্বাসিত সৈন্য সারিফৎ পর্যন্ত কেনানীয়দের দেশ অধিকার করবে এবং জেরুশালেমের যে নির্বাসিত লোকেরা সফারদে আছে তারা দক্ষিণের নগরগুলো অধিকার করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 এই ইস্রায়েলী নির্বাসিতের দল, যারা কনানে আছে, তারা সারিফত পর্যন্ত দেশ অধিকার করবে; জেরুশালেম থেকে নির্বাসিতের দল, যারা সফারদে আছে, তারা নেগেভের নগরগুলি অধিকার করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 নির্বাসিত ইসরায়েলীদের সেনাবাহিনী কনান দেশের সারিফত পর্যন্ত অধিকার করবে, জেরুশালেমের নির্বাসিত যারা সার্দিসে আছে তারা অধিকার করবে দক্ষিণ যিহুদীয়ার সমস্ত জনপদ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আর ইস্রায়েল সন্তানদের নির্ব্বাসিত সৈন্য সারিফৎ পর্য্যন্ত কনানীয়দের দেশ অধিকার করিবে, এবং যিরূশালেমের যে নির্ব্বাসিত লোকেরা সফারদে আছে তাহারা দক্ষিণের নগর সকল অধিকার করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 ইস্রায়েলের লোকরা তাদের বাড়ী ছাড়তে বাধ্য হয়েছিল; কিন্তু ওই সব লোকরাই সারিফত্ পর্যন্ত কনানীয় দেশ অধিকার করবে। যিহূদার লোকরা জেরুশালেম ত্যাগ করে সফারদে গিয়ে বাস করতে বাধ্য হয়েছিল। কিন্তু তারা নেগেভের শহরগুলি অধিকার করবে। অধ্যায় দেখুন |
ইহার মধ্যে আবার ক্ষেত্র ক্রয় করা যাইবে; বিন্যামীন প্রদেশে, যিরূশালেমের চারিদিকের অঞ্চলে, যিহূদার সকল নগরে, পার্বত্য অঞ্চলের সকল নগরে, নিম্নভূমির সকল নগরে ও দক্ষিণের সকল নগরে লোকেরা রৌপ্য দিয়া ক্ষেত্র ক্রয় করিবে, ক্রয়পত্রে লিখিয়া দিবে, মুদ্রাঙ্ক করিবে, ও তাহার সাক্ষী রাখিবে; কেননা আমি তাহাদের বন্দিদশা ফিরাইব, ইহা সদাপ্রভু কহেন।