ওবদিয় 1:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 ওবদিয়ের দর্শন। প্রভু সদাপ্রভু ইদোমের বিষয়ে এই কথা কহেন। আমরা সদাপ্রভুর নিকট হইতে বার্তা শুনিয়াছি, এবং জাতিগণের কাছে এক দূত প্রেরিত হইয়াছে; তোমরা উঠ, চল, আমরা তাহার বিপক্ষে যুদ্ধ করণার্থে উঠিয়া যাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 ওবদিয়ের দর্শন। সার্বভৌম মাবুদ ইদোমের বিষয়ে এই কথা বলেন। আমরা মাবুদের কাছ থেকে বার্তা শুনেছি এবং জাতিদের কাছে এক ফেরেশতা প্রেরিত হয়েছে; তোমরা ওঠ, চল, আমরা তার বিপক্ষে যুদ্ধ করার জন্য যাই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 ওবদিয়ের দর্শন। ইদোম সম্পর্কে সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: আমরা সদাপ্রভুর কাছ থেকে এক বার্তা শুনেছি, জাতিসমূহের কাছে বলার জন্য এক দূত প্রেরিত হয়েছিল, “তোমরা ওঠো, চলো আমরা তার বিরুদ্ধে যুদ্ধের জন্য যাই।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 প্রভু পরমেশ্বর দৈববাণী দিয়ে ওবদিয়কে ইদোম সম্পর্কে এই কথা বলেছিলেনঃ প্রস্তুত হও, যুদ্ধ ঘোষণা কর। দূতের মুখে জাতিবৃন্দের কাছে প্রেরিত তাঁর এই বার্তা প্রভু পরমেশ্বর আমাকে জানালেনঃ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 ওবদিয়ের দর্শন। প্রভু সদাপ্রভু ইদোমের বিষয়ে এই কথা কহেন। আমরা সদাপ্রভুর নিকট হইতে বার্ত্তা শুনিয়াছি, এবং জাতিগণের কাছে এক দূত প্রেরিত হইয়াছে; তোমরা উঠ, চল, আমরা তাহার বিপক্ষে যুদ্ধ করণার্থে উঠিয়া যাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 ওবদিয়ের দর্শন। আমার প্রভু সদাপ্রভু ইদোম সম্বন্ধে এই কথাগুলো বলেছেন। আমরা স্বয়ং প্রভু ঈশ্বরের কাছ থেকে একটি খবর শুনলাম। বিভিন্ন জাতির কাছে একটি বার্তা পাঠানো হয়েছিল। সে বলেছিল, “চলো, ইদোমের বিরুদ্ধে যুদ্ধ করি।” অধ্যায় দেখুন |