উপ 8:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 পৃথিবীতে এই অসারতা সাধিত হয়; এমন ধার্মিক লোক আছে, যাহাদের প্রতি দুষ্টদের কর্মানুযায়ী ফল ঘটে; আবার এমন দুষ্ট লোক আছে, যাহাদের প্রতি ধার্মিকদের কর্মানুযায়ী ফল ঘটে; আমি কহিলাম, ইহাও অসার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 দুনিয়াতে এই সব অসারতা সাধিত হয়; এমন ধার্মিক লোক আছে, যাদের প্রতি দুষ্টদের কর্মানুযায়ী ফল ঘটে; আবার এমন দুষ্ট লোক আছে, যাদের প্রতি ধার্মিকদের কর্মানুযায়ী ফল ঘটে; আমি বললাম, এও অসার। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 পৃথিবীতে আরও একটি অসার বিষয় ঘটে দুষ্টের যা পাওনা তা ধার্মিক লোক পায় এবং ধার্মিক লোকের যা পাওনা তা দুষ্টলোক পায়। এটাও আমি বলি অসার। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 এ জগতে আরও একটি অর্থহীন ব্যাপার ঘটে, কখনও দুষ্টদের প্রাপ্য লাভ করে ধার্মিকেরা, এবং দুষ্টেরা পায় ধার্মিকের প্রাপ্য পুরস্কার। আমার কাছে অতি দুর্বোধ্য এ ব্যাপার! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 পৃথিবীতে এই অসারতা সাধিত হয়; এমন ধার্ম্মিক লোক আছে, যাহাদের প্রতি দুষ্টদের কর্ম্মানুযায়ী ফল ঘটে; আবার এমন দুষ্ট লোক আছে, যাহাদের প্রতি ধার্ম্মিকদের কর্ম্মানুযায়ী ফল ঘটে; আমি কহিলাম, ইহাও অসার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 আরো অনেক কিছু এই পৃথিবীতেই ঘটে থাকে যা অর্থহীন। কত সময়ে ভালো লোকের খারাপ হয় আবার খারাপ লোকের ভালো হয়। এর কোন মানে হয় না। অধ্যায় দেখুন |