উপ 7:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 কেননা যেমন হাঁড়ির নিচে কাঁটার শব্দ, তেমনি হীনবুদ্ধির হাস্য; ইহাও অসার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 কেননা যেমন হাঁড়ির নিচে কাঁটার চড়চড় আওয়াজ, তেমনি হীনবুদ্ধির হাসি; এও অসার। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 যেমন হাঁড়ির নিচে কাঁটার শব্দ, বোকাদের হাসিও ঠিক তেমনি। এটাও অসার। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 মূর্খের হাসির আওয়াজ কাঁটাগাছ পোড়ার হালকা আওয়াজের মতই, এ হাসি অর্থহীন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 কেননা যেমন হাঁড়ীর নীচে কাঁটার শব্দ, তেমনি হীনবুদ্ধির হাস্য; ইহাও অসার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 মূর্খের অট্টহাসি হল পাত্রের নীচে জ্বলন্ত কাঁটার মতো যা এতই তাড়াতাড়ি পুড়ে যায় যে পাত্রটি উত্তপ্ত পর্যন্ত হয় না। এটাও অসার। অধ্যায় দেখুন |