উপ 7:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 দেখ, কেবল ইহাই জানিতে পাইয়াছি যে, ঈশ্বর মনুষ্যকে সরল করিয়া নির্মাণ করিয়াছিলেন, কিন্তু তাহারা অনেক কল্পনার অন্বেষণ করিয়া লইয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 দেখ, কেবল এ-ই জানতে পেয়েছি যে, আল্লাহ্ মানুষকে সরল করে নির্মাণ করেছিলেন, কিন্তু তারা জীবনকে অনেক জটিল করে তুলেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 আমি কেবল এই জানতে পারলাম যে ঈশ্বর মানুষকে খাঁটিই তৈরি করেছিলেন, কিন্তু তারা অনেক কল্পনার অন্বেষণ করেছে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 দেখ, আমি শুধু এই একটি তত্ত্বই বুঝেছি, ঈশ্বর মানুষকে সৃজন করলেন সহজ ও সরল করে, কিন্তু মানুষই নিজেকে জটিল করে তুলেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 দেখ, কেবল ইহাই জানিতে পাইয়াছি যে, ঈশ্বর মনুষ্যকে সরল করিয়া নির্ম্মাণ করিয়াছিলেন, কিন্তু তাহারা অনেক কল্পনার অন্বেষণ করিয়া লইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 “আমি আরো একটা জিনিস শিখেছিলাম: ঈশ্বরই সব ভালো মানুষ তৈরী করেন। কিন্তু মানুষ খারাপ পথে চালিত হয়।” অধ্যায় দেখুন |