উপ 7:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 যত কথা বলা যায়, সকল কথায় মন দিও না; দিলে হয় ত শুনিবে, তোমার দাস তোমাকে শাপ দিতেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 যত কথা বলা যায়, সকল কথায় মন দিও না; দিলে হয় তো শুনবে, তোমার গোলাম তোমাকে বদদোয়া দিচ্ছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 লোকে যা বলে তার সব কথায় কান দিয়ো না, হয়তো শুনবে যে, তোমার চাকর তোমাকে অভিশাপ দিচ্ছে— অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 লোকে যা বলে, সব সময় তাতে কান দিও না, তুমি হয়ত শুনবে তোমার ভৃত্য তোমার নিন্দায় মুখর, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 যত কথা বলা যায়, সকল কথায় মন দিও না; দিলে হয় ত শুনিবে, তোমার দাস তোমাকে শাপ দিতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 মানুষের সব কথায় কান দিও না। তুমি হয়তো শুনবে তোমার ভৃত্য তোমার নিন্দা করছে। অধ্যায় দেখুন |