উপ 7:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 ঈশ্বরের কার্য নিরীক্ষণ কর, কারণ তিনি যাহা বক্র করিয়াছেন, তাহা সরল করিতে কাহার সাধ্য? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আল্লাহ্র কাজ নিরীক্ষণ কর, কারণ তিনি যা বাঁকা করেছেন, তা সরল করা কার সাধ্য? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 ঈশ্বরের কাজ ভেবে দেখো তিনি যা বাঁকা করেছেন কে তা সোজা করতে পারে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 ঈশ্বরের মহান কর্মের কথা ভেবে দেখ, তিনি যা বাঁকা করেছেন, কে তা সোজা করতে পারে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 ঈশ্বরের কার্য্য নিরীক্ষণ কর, কারণ তিনি যাহা বক্র করিয়াছেন, তাহা সরল করিতে কাহার সাধ্য? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 ঈশ্বর যা করেছেন সে দিকে তাকিয়ে দেখ। যদি কোন কিছু তোমার ভুলও মনে হয় তবুও তুমি তা পাল্টাতে পারবে না! অধ্যায় দেখুন |
দিবারাত্র ত মনুষ্যের চক্ষু নিদ্রা দেখে না- তখন ঈশ্বরের সমস্ত কার্যের বিষয়ে ইহা দেখিলাম, সূর্যের নিচে যে কার্য সাধন করা যায়, মনুষ্য তাহার তত্ত্ব পাইতে পারে না; কারণ যদিও মনুষ্য তাহার অনুসন্ধানের জন্য পরিশ্রম করে, তথাপি তাহার তত্ত্ব পাইতে পারে না; এমন কি, জ্ঞানবান লোকেও যদি বলে, জানিতে পাইব, তবু তাহার তত্ত্ব খুঁজিয়া পায় না।