উপ 5:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 আর দুর্ঘটনায় সেই ধনের ক্ষয় হয়, এবং পুত্রের জন্ম দিলে তাহার হস্তে কিছুই নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর দুর্ঘটনায় সেই ধনের ক্ষয় হয় এবং যদিও সে সন্তানের পিতা, কিন্তু তার হাতে কিছুই নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 কিংবা কোনো দুর্ঘটনায় পড়ে তা ধ্বংস হয়ে যায়, সেইজন্য তার যখন সন্তান হয় উত্তরাধিকারসূত্রে তার কিছু থাকে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 কিন্তু তার সেই অর্থ ব্যয়িত হয় বিপর্যয়ে, তার সন্তানদের জন্য থাকে না কিছুই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর দুর্ঘটনায় সেই ধনের ক্ষয় হয়, এবং পুত্রের জন্ম দিলে তাহার হস্তে কিছুই নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 এরপর কোন এক অঘটনে সে সব কিছু হারায়, এর ফলে সন্তানকে দেওয়ার মতো তার আর কিছুই অবশিষ্ট থাকে না। অধ্যায় দেখুন |