উপ 3:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 ছিঁড়িবার কাল ও সিঙ্গাইবার কাল; নীরব থাকিবার কাল ও কথা কহিবার কাল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 ছিঁড়বার কাল ও জোড়া দেবার কাল; নীরব থাকবার ও কথা বলবার কাল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 ছিঁড়ে ফেলবার সময় ও সেলাই করবার সময়, চুপ করবার সময় ও কথা বলবার সময়, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 আছে ছিঁড়ে ফেলা ও জোড়া দেওয়ার কাল, নীরবতা ও মুখরতার কাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 ছিঁড়িবার কাল ও সিঙ্গাইবার কাল; নীরব থাকিবার কাল ও কথা কহিবার কাল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 জামা কাপড় ছিঁড়ে ফেলার যেমন সময় আছে তেমনি তা সেলাই করারও সময় আছে। নীরব থাকারও যেমন সময় আছে তেমনি সরব হওয়ারও সময় আছে। অধ্যায় দেখুন |