উপ 3:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 মনুষ্য-সন্তানদের আত্মা ঊর্ধ্বগামী হয় ও পশুর আত্মা ভূতলের দিকে অধোগামী হয়, ইহা কে জানে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 বনি-আদমদের রূহ্ ঊর্ধ্বগামী হয় ও পশুর রূহ্ ভূতলের দিকে অধোগামী হয়, তা কে জানে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 মানুষের আত্মা যে উপরে যায় আর পশুর আত্মা মাটির তলায় যায় তা কে জানে?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 কে বলতে পারে, মানুষের আত্মা হবে ঊর্ধ্বগামী আর পশুর আত্মা যাবে পাতালে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 মনুষ্য-সন্তানদের আত্মা ঊর্দ্ধগামী হয়, ও পশুর আত্মা ভূতলের দিকে অধোগামী হয়, ইহা কে জানে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 কে জানে মানুষের আত্মার কি হয়? কে বলতে পারে পশুর কোন আত্মা যখন মাটির নীচে প্রবেশ করছে তখন হয়তো কোন মানুষের আত্মা ঈশ্বরের কাছে যাচ্ছে? অধ্যায় দেখুন |